ফ্রিল্যান্সিং করার জন্য সেরা কিছু সাইট সর্ম্পকে আলোচনা

বাংলাদেশ এখন ফ্রিল্যান্সিং জগতে দ্বিতীয় অবস্থান অর্জন করেছে আর তা শুধু সম্ভব হয়েছে

বাংলাদেশেরই এক ঝাক তরুণ-তরুণীর অধম্য এবং ধীর-মনোবল এর জন্য। আর তাদের থেকে

অনুপ্রাণীত হয়ে আজকাল অনেকেই  ফ্রিল্যান্সিং এর জগতে প্রবেশ করছেন, তবে ভুলভাবে বা ভুয়া

ফ্রিল্যান্সিং সাইটে কষ্ট করে নানাভাবে প্রতারণার শিকার হচ্ছেন তারা। আবার অনেকেই খুঁজে পাচ্ছেন না ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার সঠিক  ক্ষেত্র।তাদের জন্যই আজ আমি নিয়ে এসেছি কত গুলো ফ্রিল্যান্সিং ওয়েবসাইট।তাহলে দেখে নিন কোন কাজের জন্য কোন সাইটে যেতে হবে। 

যারা লিখতে ভালোবাসেন তাদের জন্য:–


অনলাইন রাইটিং জবস, কানাডিয়ান ফ্রিল্যান্স রাইটিং জবস, ডেইলি পোস্টস, টেক্সটব্রোকার, জার্নালিজম


জবস, দ্য শেলফ, মিডিয়া বিসট্রো,  প্রো ব্লগার জবস। এখানে আপনি বিভিন্ন ধরনের লেখা লিখে আয়


করতে পারবেন।


সব ধরনের ফ্রিল্যান্সিং কাজের জন্য যে সমস্ত সাইটে যাবেন:–



 ফ্রিল্যান্সার, আপওয়ার্ক,ফাইভার, গুরু, পিপপ পার আওয়ার, ফোলিয়ো, উই ওয়ার্ক রিমোটলি, ফিভেরর,


অনসাইট, ম্যাচিস্ট, মেকানিক্যাল টার্ক, ওয়ার্কিং নোম্যাডস, রিমোটিভ,দ্য মুসে, ইনডিড, ফ্রিল্যান্সড,


ভার্চ্যুয়াল ভোকেশনস, স্কিপ দ্য ড্রাইভ, র‍্যাট রেস রিবেলিওন, ফ্লেক্সজবস, ক্রাউড সাইট, ক্রোপ,


ইউনোজুনো, জাস্ট অ্যানসার, ক্লাউড পিপস,মিফি জবস, একুয়েন্ট।


যারা শিক্ষণীয় কিছু করতে চান তাদের জন্য:–



চিগ টিউটরস, টিউটর ডট কম, টিউটর ভিসতা।


যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য:–

ফটোগ্রাফি জবস, গেট ফটোগ্রাফি জবস, ফ্লেক্সজব, ফ্রিল্যান্স ফটোগ্রাফার জবস, দ্য ক্রিয়েটিভ লোফট।


5 Best Espresso Machines Reviews


প্রযুক্তি বিষয়টিকে যারা ভালোবাসেন তাদের জন্য:–

ডাইস, গিগস্টার, অথেন্টিক জবস, পাওয়ারটো ফ্লাই, স্টাক ওভারফ্লো, স্লোগিগ, ফ্রিল্যান্সার ম্যাপ।


WordPress Site :

 

এটি ওয়ার্ডপ্রেসের একটি অফিসিয়াল জব বোর্ড সাইট। এখানে আপনি প্লাগিন ডেভেলপমেন্ট, থিম


কাস্টমাইজেশন, বা ওয়ার্ডপ্রেস সাইট অপ্টিমাইজেশান এই ধরনের কাজ পাবেন। আপনি যদি


ওয়ার্ডপ্রেসের ভালো কাজ পারেন তাহলে সহজেই এখানে কাজ পাবেন।



WPHired Site :


 

ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের জন্য এই সাইটটি একটি খুব বড় ধরনের ভালো সুযোগ। WPHired


এ ওয়ার্ডপ্রেস সম্পর্কিত প্রোজেক্টে এ একজন ফুল টাইম ফ্রিলান্সার বা পার্ট টাইম বা ইন্টার্ননি হিসাবে


কাজ করতে পারবেন।


Smashing Jobs Site:
 

প্রোগ্রামার, ওয়েব ডিজাইনার আরও অন্যান্য অনেক জবের সুবিধাসহ এটি একটি সুন্দর একটি জব


পোর্টাল।আপনি এখানে বিভিন্ন ধরনের কাজ পাবেন।



Toptal Site: 


আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে একজন ভালো ডেভেলপার হয়ে থাকেন। তাহলে Toptal আপনার জন্য


একটি ভালো কাজের সাইট। অন্যান্য সাইটগুলোতে সাধারনত বিভিন্ন ধরনের কাজ থাকে । কিন্তু এখানে


শুধু ডেভেলপারদের উপর ফোকাস করা হয়।



 

AirPair Site:


 এটি একটি কমিউনিটি সাইট। যেখানে ডেভেলপাররা একে অপরের সাথে মিলিত হয়ে তাদের অভিজ্ঞতা


শেয়ার করেন। এটি ফ্রিলেন্সিং সাইট নয় তবে এখানে একটা ভালো নেটওয়ার্ক পাবেন,  যেখান থেকে


হয়তো আপনি জব পাবেন যা আপনার ক্যারিয়ার তৈরি করতে সাহায্য করবে।


পরিশেষে:লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না।


আপনার সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে


থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো


পর্যালোচনা করে রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।


ভাল থাকবেন।