ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে SEO- Search Engine Optimization, বর্তমানে সব ধরনের ব্যবসা বানিজ্য অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে।অনলাইন ব্যবসার গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে SEO,সহজভাবে বলতে গেলে Google বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে অনলাইন ভিত্তিক ওয়েবসাইট বা ব্যবসার মার্কেটিং করাই হচ্ছে SEO
বর্তমানে এসইও শিখে খুব সহজে এবং কম সময়ে অনলাইন থেকে আয় করা যায়।শিখতে সহজ হওয়ায় এসইও তে খুব অল্প সময় দিয়েই ভালো করা সম্ভব।যদি কাজ জানা থাকে তাহলে এই সেক্টরে ফ্রীল্যান্সিং করার পাশাপাশি নিজের ব্যবসা করার সুযোগ থাকছে।তাই কাজ করতে হলে ভালো ভাবে জেনে প্রফেশনাল ভাবে করতে হবে।