এজন্য আপনার ব্যবসাকে অনলাইনে নিয়ে আসাটা শুধুই গুরুত্বপূর্ণ নয় বরং অপরিহার্য। আপনার ব্যবসা প্রতিষ্ঠান যেমন আপনার প্রতিদিনের কাস্টমার আসে তেমনি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান চালাতেও আপনাকে কাস্টমার পেতে হবে। এখন অনলাইনে কাস্টমার পাওয়ার জন্য আমাদেরকে প্রথমেই চিন্তা করতে হবে কাস্টমাররা অনলাইনে কোথায় কোথায় সময় দিচ্ছে।আপনি অবাক হবেন যে ফেসবুক এবং ইউটিউব অথবা গুগলের বিভিন্ন প্রোডাক্টে মানুষ ঘন্টার পর ঘন্টা সময় দেয় এবং এইসব প্লাটফর্মে যারা প্রতিনিয়ত ছবি, পোস্ট, ভিডিও অথবা কন্টেন্ট তৈরি করে তাদের প্রচুর পরিমাণে ফলোয়ার তৈরি হয় এবং এই ফলোয়ার রা শুধু তাদেরকে ফলো করে এমন নয় তাদের রেকমেন্ড করা জিনিসপত্র কিনতে পর্যন্ত আগ্রহী হয়ে থাকে। এখন আপনার পণ্যের জন্য এমন অনেক কন্টেন ক্রিয়েটর রয়েছেন এবং তাদের অনেক ফলোয়ার রয়েছেন। আবার এত এত কন্টেন ক্রিয়েটর এর মধ্যে (FAKE)ফেক অডিয়েন্স অথবা নকল অডিয়েন্স যুক্ত INFLUENCER ও রয়েছে, যাদের দ্বারা আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস প্রমোট করা ঠিক নয়।
আরেকদিকে বিক্রি বাড়ানোর জন্য ফেসবুকে এড দেওয়া হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর আরেকটি সুবিধা। তবে আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই ডলার ব্যবহার করার ব্যাংকের কার্ড না থাকায় আমরা এ সুবিধাটি নিতে পারছিনা। এসব সমস্যা বিবেচনায় এনে ZYTRAV আপনাদেরকে দিচ্ছে সহজে মার্কেটিং করার সুযোগ।
আরেকদিকে বিক্রি বাড়ানোর জন্য ফেসবুকে এড দেওয়া হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর আরেকটি সুবিধা। তবে আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই ডলার ব্যবহার করার ব্যাংকের কার্ড না থাকায় আমরা এ সুবিধাটি নিতে পারছিনা। এসব সমস্যা বিবেচনায় এনে ZYTRAV আপনাদেরকে দিচ্ছে সহজে মার্কেটিং করার সুযোগ।
আমাদের প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে আপনি পৌঁছে যেতে পারেন আপনার পণ্য নিয়ে হাজার হাজার মানুষের মধ্যে এবং আপনার বিক্রি কে অনেকাংশে বাড়াতে পারেন। আপনি আপনার পণ্য অথবা সেবাটি আমাদের ওয়েবসাইটে ফরম পূরণ করে দিন। আমরা আপনার জন্য সঠিক INFLUENCER বের করে মার্কেটিং করার দায়িত্ব নিয়ে নিচ্ছি।আপনার খালি কাজ সঠিকভাবে পণ্যগুলো ডেলিভারি করা এবং আপনার বিক্রিকে বাড়িয়ে নেওয়া।
Post a Comment
0 Comments